বিকেলে হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/27/khaleda.jpg)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এনটিভির ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হবে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকেল ৩টার দিকে হাসপাতালে নেওয়া হবে।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তাঁর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আর গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।