‘বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসার সুযোগ দিন’

বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন। আজ শনিবার বিভিন্ন সংগঠনের পৃথক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
ইউট্যাব : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান শনিবার এক বিবৃতিতে বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসক দল ইতোমধ্যে বলেছেন যে, খালেদা জিয়া এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই। অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে সম্পূর্ণরূপে দায়ী থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার পরিবারকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক (র.) বিমানবন্দরে অহেতুক হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইউট্যাব।
ড্যাব : খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বিবৃতিতে বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকরা তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও সরকার এ ব্যাপারে একেবারেই নির্বিকার এবং তাঁকে সুচিকিৎসা বঞ্চিত করছে। আমরা তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
এলডিপি : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম শনিবার এক বিবৃতিতে বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হার্টে ব্লক ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে। আরও উন্নত চিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে যেতে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই। পাশাপাশি এই দাবিতে দেশবাসীকে গণদাবি সৃষ্টির আহ্বান জানান এবং খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন এলডিপির দুই শীর্ষনেতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম : এছাড়া বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এক বিবৃতিতে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতিতে দেশবাসী উদ্বিগ্ন। জনমানুষের কল্যাণে আজীবন কাজ করা এই মহান নেত্রী রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত শত্রুতার শিকার হয়ে সুচিকিৎসা বঞ্চিত। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং বিদেশে গিয়ে যথাযথ চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি জোর দাবি জানাই।