ব্রহ্মপুত্র নদে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচারচর গ্রামে ব্রহ্মপুত্র নদে ডুবে এই ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচারচর গ্রামে ব্রহ্মপুত্র নদে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ মে) দুপুরে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত দুই স্কুলছাত্র হলো উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র এবং সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১২) এবং নবম শ্রেণির ছাত্র এবং আব্দুল কাদেরের ছেলে ফয়সাল (১৫)।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, বেলা ৩টায় গোসল করতে নেমে ওই দুই শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডু্বুরিদল তাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।