ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ভাসুরের ছুরিকাঘাতে পারভীন বেগম (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত পারভীন বেগম কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কর্নসুতি গ্রামের চাঁদ আলীর স্ত্রী। এ ঘটনায় পিটুনিতে আহত হন পারভীনের ভাসুর তারা সরকার। তিনি এখন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন।
পারভীনের স্বামী চাঁদ আলী বলেন, ‘গত ৬ ডিসেম্বর আমার বাড়ি থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি মোটর চুরি করে নিয়ে যায় বাড়ির পাশের রুমেল নামে এক যুবক। এ ঘটনায় আজ বিকেলে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। আমার বড় ভাই তারা সরকার রুবেলের পক্ষ নিয়ে কথা বলেন। সালিশ বৈঠক শেষে বড় ভাই আমার স্ত্রী পারভীনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরই একপর্যায়ে তিনি আমার স্ত্রীকে ধারাল ছুরি দিয়ে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সিরাজগঞ্জ ২ নং পুলিশ ফাঁড়ির দায়ত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তারা সরকারকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছ। ঘটনাটি কামারখন্দ থানায় অবগত করা হয়েছে।’