ভোলার চরে ভেসে এলো পাথর বোঝাই জাহাজ
ভোলার ঢালচরে একটি পাথর বোঝাই জাহাজ ভেসে এসেছে। নৌযানটির গায়ে লেখা ‘আলকুবতান’। জাহাজের ওপরে রয়েছে একটি এস্কেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিনসহ প্রচুর পাথর এবং কিছু সরঞ্জাম। অনেকের ধারণা, এটি জাহাজের মতো দেখতে পাথরবহনকারী পন্টুন।
সাগরের প্রচণ্ড ঢেউয়ে বিদেশি জাহাজটি ভেসে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে, ভেসে আসা জাহাজে কোনো মানুষকে দেখতে পাননি তাঁরা।
স্থানীয় ইউসুফ বলেন, ‘সকালে জাহাজটি আমাদের নজরে আসে। অনেকে মিলে জাহাজটির কাছে গিয়ে দেখি, তাতে কোনো মানুষ নেই। জাহাজে পাথর বোঝাই করা।’
ঢালচর ইউনিয়নের চেয়ারমম্যান মো. আব্দুস সালাম বলেন, ‘দেখতে জাহাজ মনে হলেও বাস্তবে এটা একটা পাথরবহনকারী পন্টুন। কোনো টিকাদার হয়তো কাজের জন্য ব্যবহার করছিলেন। উত্তাল মেঘনার পানির তোরে ভেসে এসেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি।’