মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

মাগুরা-শ্রীপুর সড়কের গাংনালিয়ায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল বিশ্বাস (ইনসেটে) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি : এনটিভি
মাগুরা-শ্রীপুর সড়কের গাংনালিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যাংক কর্মকর্তার নাম উজ্জ্বল বিশ্বাস (৩৬)। তিনি মাগুরার শালিখা উপজেলার বড়শলই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজ্জ্বল অফিস শেষে শ্রীপুর থেকে মোটরসাইকেলযোগে মাগুরায় ফিরছিলেন। এ সময় গাংনালিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।