মাদ্রাসার বারান্দায় যুবকের লাশ

নাটোরের উদবাড়িয়া দাখিল মাদ্রাসার বারান্দায় যুবকের লাশ ঘিরে পুলিশ। ছবি : এনটিভি
নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি মাদ্রাসার বারান্দা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উদবাড়িয়া দাখিল মাদ্রাসার বারান্দা থেকে গতকাল শনিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, শনিবার দিবাগত রাতে উদবাড়িয়া দাখিল মাদ্রাসার বারান্দায় পলিথিনে রাখা এক যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পুলিশ বলছে, গলায় ফাঁস দিয়ে ওই যুবককে হত্যার পর লাশ মাদ্রাসার বারান্দায় ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই যুবকের পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।