মানিকগঞ্জে কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জামসা গ্রামে কৃষক লাল চাঁন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জের শিবালয়ের জামসা গ্রামে ৪০ শতাংশ জমি নিয়ে লাল চাঁন ও আসামিদের মধ্য বিরোধ চলছিল। ২০১৫ সালের ২ এপ্রিল দুপুরে আসামিরা লাল চাঁনের জমির ধান নষ্ট করে দেন। এই খবর শুনে লাল চাঁন জমিতে গেলে আসামি মো. জমির হোসেন, মো. জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
স্থানীয়রা পরে লাল চাঁনকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নিতে বলেন। ঢাকায় নেওয়ার পথে লাল চাঁনের মৃত্যু হয়।
২০১৫ সালের ৩ এপ্রিল লাল চাঁনের বাবা জামাল কাজী বাদী হয়ে শিবালয় থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই বছরের ৫ ও ৭ এপ্রিল মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রধান আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে। বাকিরা আদালতে আত্মসমর্পণ করেন।
পুলিশ ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আসামিদের উপস্থিতিতে চারজনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেন।