মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে মায়ের করা অভিযোগে মাদকাসক্ত ছেলে স্বপন মিয়াকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করেন বিচারক।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত স্বপন মিয়াকে এই সাজা দেন।
পরে আদালতের নির্দেশে পুলিশ বিকেলেই তাকে কিশোরগঞ্জ জেলখানায় পাঠায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক লুবনা ফারজানা জানান, ভৈরব পৌর শহরের কমলপুর মধ্যপাড়া গ্রামের আফিয়া বেগম তাঁর মাদকাসক্ত ছেলে স্বপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তিনি জানান, মাদকাসক্ত অবস্থায় স্বপন ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ লোকজনের ওপর চড়াও হন। এ বিষয়ে বহু চেষ্টা করেও মাদক সেবন থেকে বিরত বা উৎপাত বন্ধ করা যায়নি।
এই অভিযোগের ভিত্তিতে তাকে আজ দুপুরে পুলিশ আটক করে তাঁর আদালতে হাজির করলে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত মাদকাসক্ত স্বপনকে এ সাজা দেন।
সাজা ঘোষণার পর আফিয়া বেগমের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, তাঁর ছেলের ছয় মাসের সাজা কম হয়েছে। কমপক্ষে দুই বছরের সাজা তিনি আশা করেছিলেন।