মুক্তিযুদ্ধে নজরুলের রণসংগীত প্রেরণা জুগিয়েছিল : সংস্কৃতি প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/27/mymen-nazruk-k-m-khalid-pic.jpg)
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতা ও গানের মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন অধিকার বঞ্চিত শোষিত মানুষকে। আমাদের স্বাধীনতা সংগ্রামে তাঁর রণসংগীত প্রেরণা জুগিয়েছিল।
আজ শুক্রবার বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘নজরুল তাঁর লেখনির মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নজরুলকে নিয়ে দেশ-বিদেশে গবেষণা হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালে ২৪ মে জাতির জনক বঙ্গবন্ধু কবিকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে নাগরিকত্ব ও জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু এক ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি নজরুলকে নিয়ে আরও গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।’
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আগামী বছর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জয়ন্তী উদযাপনেরও আশ্বাস দেন।
সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ভালুকা আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ।
অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন জাতীয় কবির নাতনি, বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক খিলখিল কাজী।
সবশেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।