মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হবে, ঘরে বসে দেখা যাবে

মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, নির্দিষ্ট দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হবে। এবং সেই অনুষ্ঠান টিভি বা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসেই মানুষ দেখতে পারবেন।
আজ সোমবার বিকেলে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান সমন্বয়ক।
করোনাভাইরাস মোকাবেলা করতে জনসমাগম এড়াতে আয়োজন ছোট পরিসরে করা হবে উল্লেখ করে প্রধান সমন্বয়ক বলেন, ‘১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। কিন্তু যে প্রকারে আমরা করতে চেয়েছি সেটাকে এখন ভিন্ন মাত্রায় নিয়ে আলাদাভাবে করা হবে। এরকম সিদ্ধান্ত হয়েছে যে, টেলিভিশনের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, স্যোসাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা আলাদা প্রোগ্রামকে থ্রো করবো। যেটার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পর্যন্ত তাঁর ঘরে বসে কিংবা তাঁর প্রতিষ্ঠানে বসে তারা মুজিববর্ষের এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।’
‘টেলিভিশনের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, স্যোসাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যন্ত এবং সারা পৃথিবীতে যাতে এটা সম্প্রচার করা যায়- সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি’, যোগ করেন কামাল আবদুল নাসের।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চের অনুষ্ঠানে যুক্ত হবেন কি- না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামাল আবদুল নাসের জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।