যশোরের শার্শায় নকল বিড়িসহ গ্রেপ্তার ১
যশোরের শার্শা উপজেলার পাকশিয়া বাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত প্রায় আট লাখ বিড়ি জব্দ ও হাফিজুর রহমান নামের এক ডিলারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার সন্ধ্যায় র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমানের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, কুষ্টিয়া, যশোর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন নকল ব্যান্ডরোল লাগিয়ে করিম বিড়ি বাজারজাত করছে কুষ্টিয়ার একটি অসাধু চক্র। চক্রটির মুলহোতা ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকার আব্দুল করিম। সোমবার পাকশিয়া বাজারের দুটি গুদাম তল্লাশি করে নকল ব্যান্ডরোল যুক্ত ১৯ বস্তায় প্রায় আট লাখ করিম বিড়ি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে করিম বিড়ির স্থানীয় ডিলার শিববাস গ্রামের আনছের আলীর ছেলে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করার অপরাধে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।