রামপালে বিধিনিষেধ না মানায় ৮ জনকে অর্থদণ্ড
বাগেরহাটের রামপালে করোনার চলমান বিধিনিষেধের আজ চতুর্থ দিন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ রোববার বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখা এবং মাস্ক না পরায় আটজনকে অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বিধিনিষেধ অমান্যকারী আট ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে নয় হাজার ৬০০ টাকার নগদ অর্থদণ্ড করেন। এ সময় তার সঙ্গে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দীন।
গতকাল শনিবারও একই অপরাধে চারজনকে অর্থদণ্ড ও দুটি দোকানের টেলিভিশন জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন বলেন, গত কয়েকদিনের অভিযানে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা বেড়েছে। আজ প্রায় সব লোককেই মাস্ক পরতে দেখা গেছে। ঘোষণা অনুযায়ী সব দোকানপাটও বন্ধ রয়েছে। তার পরও যারা চুরি করে দোকান খুলছে এবং মাস্ক ব্যবহার করছে না, তাদেরই মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও অর্থদণ্ড দেওয়া হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৫০ জন পথচারীদের মধ্যে মাস্কও বিতরণ করা হয়েছে।
ইউএনও আরও জানান, আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮টি করোনার নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫.৫৬ শতাংশ।