শর্ত মানলে বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন : বিএমআরসি
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’-এর হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। তবে প্রতিষ্ঠানটিকে কিছু শর্ত পূরণ করতে হবে।
আজ বুধবার বিকেলে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
রুহুল আমিন বলেন, ‘আজ আমরা একটি বৈঠক করেছি। বঙ্গভ্যাক্সের দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই করেছি। কাগজপত্র দেখে আমাদের মনে হয়েছে, কিছু বিষয়ে প্রশ্ন রয়েছে, অনুসন্ধানের দরকার। ট্রায়াল ফেজ-১-এ যাওয়ার আগে আমাদের আরও কিছু বিষয় জেনে নেওয়ার দরকার গ্লোব বায়োটেকের কাছ থেকে।’
বিএমআরসির পরিচালক বলেন, ‘যেসব ব্যাপারে আমাদের অনুসন্ধান বা প্রশ্ন রয়েছে, তা আমরা জানতে চাই। এ বিষয়গুলো গ্লোব বায়োটেককে জানিয়ে দেওয়া হবে। তারপর গ্লোব বায়োটেক আমাদের সে বিষয় সম্পর্কে জানাবে।’
‘এরপর যদি তাতে আমরা সন্তুষ্ট বোধ করি, তাহলে ট্রায়ালের নীতিগত অনুমোদন দেওয়া হবে। তার মানে, এখনও ট্রায়ালের অনুমতি দেওয়া হয়নি। শর্ত মানলে বা প্রশ্নগুলোর উত্তর পেলে ট্রায়ালের অনুমোদন দেওয়া হবে’, যোগ করেন রুহুল আমিন।
গত বছরের ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পায় গ্লোব।