সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জে প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা। ছবি : এনটিভি
গোপালগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
আলোচনা সভায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী মো. আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসীন উদ্দীন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ বক্তব্য দেন।
সভায় রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংবিধান সমুন্নত রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।