সরবরাহ কমেছে শীতকালীন সবজির, দাম বাড়েনি
মাঘ মাস চললেও শীত তেমন নেই রাজধানী ঢাকায়। এইদিকে শীতের মৌসুমও শেষের দিকে। নতুন ঋতুর বার্তা দিচ্ছে জনমনে। এই কারণে রাজধানীতে শীতকালীন অনেক সবজিরই সরবরাহও কমেছে। তবে দাম অপরিবর্তিত রয়েছে।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর, যাত্রাবাড়ী, হাতিরপুল, মুগদা, শনিরআখড়া, শাহজাদপুর ও উত্তর বাড্ডা কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে গিয়ে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ কম। তবে দাম এখনো অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন,দাম না বাড়লেও শীতের টাটকা সবজির সরবরাহ কিছুটা কমেছে। সামনের সপ্তাহ পর সবজির দাম বাড়তে পারে জানিয়েছেন তারা।
কারওয়ানবাজারে হালিম সরকার নামের এক খুচরা বিক্রেতারা বলছেন, চলতি সপ্তাহ থেকে শীতের সবজির উৎপাদন অনেকটা কমেছে। ফলে বাজারে সবজির সরবরাহ ধীরে ধীরে কমে আসছে। আর সপ্তাহ দুয়েক পর বাজারে শীতের সবজির সংকট দেখা দিতে পারে।
এদিকে বাজারে দেখা গেছে, আলু কেজি প্রতি ৩০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা, টমেটো ৫০ টাকা, শিম ৪০ টাকা, ঢ্যাঁড়স ১২০ টাকা, করলা ১২০ টাকা, বাঁধাকপি আকার অনুযায়ী ৫০-৪০ টাকা, ফুলকপি আকার অনুযায়ী ৫০-৪০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, বেগুন ৬০ টাকা ও পেঁপে ৩০ টাকা করে বিক্রি হচ্ছে।
অপরদিকে, প্রতি পিস লাউ ৮০-১০০ টাকা, প্রতি হালি কাঁচকলা ৪০ টাকা, প্রতি আটি লাল ও পালং শাক ১০-১৫ টাকা করে বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ১৫৫-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ডিমের দামেও শৃঙ্খলা নেই। একেক এলাকায় একেক রকম দাম চাচ্ছেন দোকানিরা। দোকানে প্রতি ডজন (১২ পিস) ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। তবে কাঁচাবাজারের পাইকারী দোকানে ডজন বিক্রি হচ্ছে ১২৫ টাকা দরে।