সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের কাজীপুরে গতকাল শুক্রবার হেরোইনসহ গ্রেপ্তার মোতাহার হোসেন। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের কাজীপুরে হেরোইনসহ মোতাহার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক মোতাহার হোসেনের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার হলদিবাড়ী গ্রামে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, আটক মোতাহার হোসেন দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করা হয়।