সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জের হালুয়ারগাঁও সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জগন্নাথপুরের হাদিউর রহমান ও চট্টগ্রাম জেলার নাসির আলম। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে হালুয়ারগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাদিউর রহমান ও নাসির আলম নামে দুজন মারা যান। এ ছাড়া আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।’