সেই লগি-বৈঠার আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল : মোশাররফ

২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই লগি-বৈঠার আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, ‘লগি-বৈঠার আন্দোলনের দিন মানবাধিকারের কবর রচিত হয়েছিল। সেদিন গণতন্ত্রকেও আঘাত করেছিল। বর্বরোচিতভাবে হত্যা করেছিল।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নাগরিক ফোরাম আয়োজিত ‘মানবাধিকার ও আইনের শাসন : প্রেক্ষিত ২৮ অক্টোবর’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপিনেতা এমন মন্তব্য করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সেদিন বর্বরোচিতভাবে মানুষকে হত্যা করা হয়েছিল। তারা পরিবর্তন আনতে চেয়েছে যা মানুষ পছন্দ করেনি। তারপর ওয়ান-ইলেভেন এর সরকার এলো। সেসময় অনেককে আটক করেছিল। রাজনীতিতে শুদ্ধাচার করার নাম দিয়ে তা করা হলো। সেদিন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র কাজ করেছে। তাই সরকারের নানা জায়গায় নিয়ন্ত্রণ হারাতে হয়েছে।’
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওয়ান-ইলেভেন সরকার নাকি আওয়ামী লীগের আন্দোলনের ফসল। দুই নেত্রীর সঙ্গে তখনকার সরকার আলোচনা করেছে। আমাদের নেত্রী (খালেদা জিয়া) তাদের বিদেশে যাওয়া ও অন্যায়ের সমর্থন করেনি। আওয়ামী লীগ তাদের শর্ত মেনে নিয়ে তাদের অন্যায় ও বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই তাদের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলেন।’