সেপটিক ট্যাংকে নেমে শ্বাসরোধে দুজনের মৃত্যু

ভোলার সদর উপজেলা ইলিশায় নির্মাণাধীন ঘরের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন অসুস্থ হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের উত্তর ইলিশা গ্রামের তজু বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন নির্মাণাধীন ঘরের মালিক আব্দুল মালেক (৪৫) ও রাজমিস্ত্রী জসিম উদ্দিন (৩৫) । অসুস্থ দুজন হলেন মো. সাহাবুদ্দিন (৩৫) ও কবির (২৫)।
ইলিশা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে বাড়ির মালিক মালেক ও রাজমিস্ত্রী জসিম ভেতরে নামে। এ সময় বিষাক্ত গ্যাসে তারা শ্বাসরোধে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে সাহাবুদ্দিন ও কবির তাদের উদ্ধার করতে ট্যাংকে নামলে তারাও অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেক ও জসিমকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
ওসি আনিছুর রহমান বলেন, ‘আমরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছি। দুজন মারা গেছেন এবং দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’