স্বাধীনতা ও উন্নয়নবিরোধীরাই সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে : সাবেক পররাষ্ট্রমন্ত্রী

যারা এ দেশের স্বাধীনতা ও উন্নয়ন মেনে নিতে পারছে না তারাই সাম্প্রদায়িক অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালে নতুন ভবনসহ গ্লুকোমা, রেটিনা ও কর্নিয়া সাব-স্পেসিয়ালিটি ইউনিট স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এ মন্ত্রী বলেন, ‘যারা এ দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, মেনে নিতে পারেনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি, তারাই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপতৎপরতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে তাদের সব মুখোশ উন্মোচন করা হবে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আবারও এ দেশে অপশক্তিকে বিতারিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে।’
এ সময় সাবেক মন্ত্রী আরও বলেন, ‘উন্নত চিকিৎসার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত উদার। আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ দেশের সব মানুষ শান্তিতে বসবাস করছে। করোনা থাকাকালেও উন্নয়ন ও অগ্রযাত্রা পিছিয়ে যায়নি। সব ক্ষেত্রেই উন্নয়ন করেছেন শেখ হাসিনা। সাম্প্রদায়িক অপশক্তি উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই হিন্দু-মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে। কিন্তু শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নন, সব অপশক্তিকে প্রতিহত করা হচ্ছে।’
দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুল মোতালেব সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল লতিফ, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী প্রমুখ।