হেফাজতের ছাতার নিচে এক হয়েছে মৌলবাদী-যুদ্ধাপরাধী : হানিফ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের ছাতার নিচে এক হয়েছে মৌলবাদী ও যুদ্ধাপরাধীরা- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময়ের মতোই মৌলবাদী চক্র আবারো এক হয়েছে ভাস্কর্য ইস্যুতে। একাত্তর সালেও একইভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে গণহত্যা করা হয়। আমাদের মা-বোনদের ওপর অত্যাচার করা হয়েছে।’
‘ভাস্কর্য নিয়ে কথা বলছেন, কারা বলছেন? হেফাজতের নামে একটা ছাতা তৈরি হয়েছে। সেই ছাতার নিচে সব মৌলবাদী যুদ্ধাপরাধী ধর্ম ব্যবসায়ীরা এক হয়েছে। এরা এক হয়ে এখন ফতোয়া দিচ্ছে। আমাদের পবিত্র ইসলাম ধর্মে কোথায় আছে ভাস্কর্য ভাঙতে হবে’, যোগ করেন আওয়ামী লীগ নেতা।