২১ আগস্টের নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/21/aaoyyaamii-liiger-shrddhaa.jpg)
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দলটি। দিনটিকে স্মরণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এ শ্রদ্ধা জানায়।
আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে ২১ আগস্টে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শনিবার সকাল সাড়ে ৯টায় প্রথমে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।