৪১ হাজার ৬৮০ হাজি দেশে ফিরেছেন
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৪১ হাজার ৬৮০ জন হাজি দেশে ফিরেছেন। হজ বুলেটিনের এক প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টালের প্রতিদিনের বুলেটিনে বলা হয়েছে—আগামী ৪ আগস্ট হজফেরত যাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
এ ছাড়া হজ বুলেটিনে বলা হয়েছে—পবিত্র হজ পালন শেষে ১৪ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। গতকাল রোববার ৩১ জুলাই পর্যন্ত ৪১ হাজার ৬৮০ জন হাজি দেশে ফিরেছেন।
এখন পর্যন্ত ১১৭টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি, সৌদি এয়ারলাইনসের ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি।
এ ছাড়া এবার ২৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ এবং সাত জন নারী।
গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।