৫ দিন ধরে মা নিখোঁজ, ফিরে পেতে মেয়েদের আকুতি
খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার খানাবাড়ি থেকে পাঁচ দিন আগে নিখোঁজ হন গৃহবধূ রহিমা খাতুন (৫২)। গত শনিবার (২৭ আগস্ট) রাতে বাড়ির নিচ থেকে পানি আনতে যাওয়ার পর তিনি আর ফেরেননি।
গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মাকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেন তিন মেয়ে।
এ সময় সংবাদ সম্মেলনে মেয়েরা বলেন, তাদের বাড়ি ও জমি দখলের জন্য একটি মহল অনেকদিন ধরে তৎপর রয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে রহিমা খাতুনকে গুম করা হয়েছে। মায়ের উদ্ধারের দাবিতে পুলিশ ছাড়া র্যাবের কার্যালয়েও গিয়েছিলেন তারা।
দৌলতপুর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে ২৮ আগস্ট অজ্ঞাতদের নামে মামলা করেন গৃহবধূর মেয়ে আদুরী আক্তার।
রহিমা খাতুনের অপর মেয়ে মরিয়ম এনটিভি অনলাইনকে জানান, ‘২৮ আগস্ট দুপুর থেকে থানায় বসে থাকার পর রাত ১০টার দিকে মামলা নিয়েছে। পুলিশ তাদের মাকে উদ্ধার করার চেষ্টার চেয়ে চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে বারবার। থানায় ফোন করলে তদন্ত চলছে বলে বিষয়টি এড়িয়ে যায়।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে ও তদন্ত চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফুল হায়দার বলেন, মামলার তদন্ত চলছে। অগ্রগতি হলে ঘটনার সত্যতা জানাতে পারবেন।