৬৫ দিন পর খুলছে সরকারি অফিস

দীর্ঘ ৬৫ দিন আপদকালীন সাধারণ ছুটি ভোগ করে আগামীকাল রোববার নিজ নিজ দপ্তরে যোগ দেবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
দেশব্যাপী করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় গত ২৫ মার্চ সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
কয়েক দফায় এ ছুটির মেয়াদ বাড়ানো হয় ৩০ মে, শনিবার পর্যন্ত। সর্বশেষ গত ২৮ মে বৃহস্পতিবার সাধারণ ছুটি না বাড়িয়ে নিজ নিজ কাজে স্বাস্থ্যবিধি মেনে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা নারীদের এ নির্দেশনার বাইরে রাখা হয়।
প্রজ্ঞাপনে সীমিত আকারে গণপরিবহন উন্মুক্ত করার কথা বলা হয়েছে ৩১ মে, রোববার থেকে। সেইসঙ্গে লঞ্চ ও রেলগাড়ি চলবে কাল থেকে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এর পরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।
সাধারণ ছুটির সময় জরুরি পরিষেবা প্রদানের সঙ্গে জড়িত সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন অফিসগুলো বর্ধিত সাধারণ ছুটির দিনে সীমিত আকারে খোলা ছিল।
করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যেই গত ২৬ এপ্রিল কিছু পোশাক কারখানা পুনরায় চালু করা হয় এবং কারখানার মালিকরা দাবি করেন যে, তাঁরা স্বাস্থ্যবিধি বজায় রেখে শুধু ঢাকায় উপস্থিত কর্মীদের মাধ্যমে কাজ করছেন।
গত বছরের ডিসেম্বরে সর্বপ্রথম চীন থেকে সংক্রমণ শুরুর পর করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে।
এদিকে, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ও আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ৭১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ২৮ জন মৃত্যুবরণ করেছে বলে আজ শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা।
অন্যদিকে, করোনাভাইরাস মহামারিতে আজ সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে তিন লাখ ৬৫ হাজার জনে দাঁড়িয়েছে।
সরকারি অফিস-আদালত খোলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, আমাদের নিজ নিজ অবস্থানে থেকে বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলা করতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতির চাকাও সচল রাখতে হবে।