তিন দিনেও বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় আটক তিন বাংলাদেশিকে তিনদিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর শহরের মিশন রোড এলাকার গোলাম মোস্তফা (২৫), ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোজাফফর হোসেন (৩০) ও একই এলাকার বাদশা মিয়া (২৭)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আব্দুল মান্নান আজ রোববার এনটিভিকে জানান, গত শুক্রবার তিন বাংলাদেশি হিলি সীমান্ত দিয়ে ভুল করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে হেফাজতে রাখেন। বিষয়টি বিএসএফ ক্যাম্পের সহকারী ইন্সপেক্টর জাফর উল্লাহ খান নিশ্চিত করলে তিনজনকে ফেরত চেয়ে মৌখিক বার্তা পাঠানো হয়। কিন্তু তিনদিনেও তাদের ফেরত দেওয়া হয়নি।