গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জে জেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান পিনুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। আজ সোমবার ভোর রাতে শহরের মোহাম্মদপাড়ায় এ ঘটনা ঘটে।
মনিরুজ্জামান পিনু জানান, বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে মুখোশ পরা অস্ত্রধারী আট-দশজন ডাকাত ভোর রাতে ঘরে প্রবেশ করে। ডাকাতরা সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে এক লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাতির কথা প্রচার করলে ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মনিরুজ্জামান।
যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ জানান, অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।