ঘুমন্ত মা ও মেয়ের ওপর এসিড
নরসিংদীর মনোহরদী উপজেলায় ঘুমন্ত মা ও মেয়ের ওপর এসিড ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
এসিড-সন্ত্রাসের শিকার কৃষক আবদুল মান্নানের স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ও তাঁর মেয়ে সাবিকুন নাহারকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন মা ও মেয়ে। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে মা ও মেয়ের ওপর এসিড ছুড়ে মারে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।