ব্লগার নীলাদ্রি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/09/photo-1483967008.jpg)
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে সময় নির্ধারণ করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক শেখ মাহমুদুর রহমান প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু নতুন করে এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চমতলায় ২০১৫ সালের ৭ আগস্ট দুপুর ১টার দিকে ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তাঁর স্ত্রী আশামণিকে অস্ত্রের মুখে জিম্মি করে এই ব্লগারকে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে।