তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরংশ্রীপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরংশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার তরংশ্রীপুর গ্রামের নুরুল হক ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছে। নূরুল হক তাঁর বাড়ির পাশের সীমানায় গাছ রোপণ করতে গেলে জাহাঙ্গীর আলম এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন এসে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছয় মহিলাসহ অন্তত ৪০ জন আহত হয়।
গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- এরশাদ মিয়া (৩৫), আলী সাদ মিয়া (৩০), লায়েছ নূর (৪৫), দেলোয়ার হোসেন (২৩), জয়শাদ মিয়া (২৭), লালশাদ মিয়া (২৯), খলিল মিয়া (২২), তাজিদ নূর (৩৫), ডালিম হোসেন (২৫), দিলশাদ মিয়া (১৭), আলী রাজা (১৫), নাঈম (১৪) জুলহাস নুর (৪৮), ফজিজুল হক (৫০), আবুল হুদা (৪৭), নুরুল হক (৫৫), আরশাদ নূর (৪৭), ইসলাম নূর (৩৭)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তবে বতর্মানে পরিস্থিতি শান্ত আছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েক করা হয়েছে।