জামালপুরে সংসদ সদস্য বেবি
বিএনপি-জামায়াত উন্নয়নের পথে বাধা
জামালপুরের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য মেহজাবিন খালেদ বেবি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। যোগাযোগ, অর্থনীতিসহ সবকিছুতে আজ উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে।
আজ শনিবার জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়ায় এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।
মেহজাবিন খালেদ বেবি বলেন, বিএনপি-জামায়াত আর জঙ্গিরা উন্নয়নের পথে বড় বাধা। এদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
অ্যাডভোকেট আবু নাসের বাবুলের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র মোদক।