গাজীপুরে ফেনসিডিলসহ আটক ১

গাজীপুরে আজ সোমবার ২৩০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম আবদুর রাজ্জাক (৩৫)। তাঁর বাড়ি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া রুদ্রপুর গ্রামে।
গাজীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, আজ সোমবার দুপুরে সদর উপজেলার হোতাপাড়া রুদ্রপুর গ্রামে রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বসতঘরের খাটের নিচে বস্তায় মোড়ানো অবস্থায় ২৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুর রাজ্জাককে আটক করে পুলিশ। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।