মাদ্রাসাছাত্রের ওপর এ কেমন নির্মমতা?
রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার মোগড়াকান্দা গ্রামের কিশোর মুরছালিন মিয়া (১৪)। পড়ে স্থানীয় একটি মাদ্রাসায়। কোনো এক কারণে গতকাল শুক্রবার মাদ্রাসায় অনুপস্থিত ছিল সে। আজ শনিবার সকালে মাদ্রাসায় যায় সে। ওই সময় আগের দিনের অনুপস্থিতির কারণে মাদ্রাসার এক শিক্ষক তাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
ঘটনাটি সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসার।
আহত মুরছালিন মোগড়াকান্দা এলাকার সফুর উদ্দিন আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
ছাত্রকে পেটানোর পর থেকে শিক্ষক আবুল কাশেম পলাতক। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
মুরছালিনের পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার মুরছালিন মাদ্রাসায় অনুপস্থিত ছিল। আজ সকালে সে মাদ্রাসায় গেলে শিক্ষক আবুল কাশেম তাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে মুরছালিনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। তার সারা শরীরে আঘাতের দাগ রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সদস্যরা মুরছালিনের বাড়িতে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।