ঝালকাঠিতে গাছ ব্যবসায়ীর বাড়িতে ‘ডাকাতি’
ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামে দুই গাছ ব্যবসায়ীর ঘরে ‘ডাকাতি’ হয়েছে। ডাকাতরা পাঁচ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেছেন দুই ব্যবসায়ী।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই দুই ব্যবসায়ী হলেন দুলাল খান (৫৫) ও নজরুল খান (৫০)।
ব্যবসায়ী দুজন জানান, রাত দেড়টার দিকে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত তাঁদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে।
সে সময় বাধা দিলে লাঠি দিয়ে মারধর শুরু করে ডাকাতরা। এতে দুলাল খানের ভাগ্নি রিমা আক্তার আহত হন। ডাকাতদল দুই ঘর থেকে পাঁচ লাখ টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
পরে পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়।
আহত রিমা আক্তারকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, ডাকাতি নয়, চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।