সংবাদ সম্মেলনে কোয়াব
রাজধানীতে হুমকির মুখে ইন্টারনেট সেবা

জাতীয় প্রেসক্লাবে আজ এক সংবাদ সম্মেলন করে কোয়াব নামের একটি সংগঠন। ছবি : এনটিভি
অবৈধ ব্যবসায়ী ও অপরাধীদের দৌরাত্ম্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নামের একটি সংগঠন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির সভাপতি এস এম জুলফিকার হায়দার।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি বলেন, বিভিন্ন এলাকায় ইন্টানেটের ক্যাবল কেটে দেওয়া হচ্ছে। এ ছাড়া যন্ত্রপাতিসহ বাক্স খুলে নেওয়া হচ্ছে। এ ছাড়া ইন্টারনেটে সংযোগ প্রদানে বাধা দেওয়া হচ্ছে। বিঘ্নিত হচ্ছে এই সেবার সম্পসারণ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকার বিনিয়োগ।
এসব বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।