গোপন বৈঠক থেকে ১৮ জামায়াত-শিবিরকর্মী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপন বৈঠক থেকে ১৮ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
এঁরা হলেন মো. নাঈম, মো. আরাফাত হোসেন, যোবায়ের হোসেন, মাহবুব হাসান, মো. হাসান মিয়া, ইমরান আলী, সুমন মিয়া, দুলাল আহাম্মেদ, রাহিবুল ইসলাম, ইদ্রিস আলী, আলামীন হোসেন, ফারহাদ হোসেন, মো. হাবিবুল্লাহ, আব্দুর রহিম, জাহিদুল ইসলাম, রুবেল হোসেন, রাসেল মিয়া ও ইসমাইল হোসেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, উপজেলা জামায়াতের কর্মী আব্দুস সাত্তারের বাড়িতে গোপন বৈঠক করছিলেন আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।