ফখরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নিতে গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং তাঁর পক্ষে করা জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মতিঝিল ও পল্টন থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুই মামলায় মোট আটদিনের রিমান্ডে ছিলেন ফখরুল। রিমান্ড শেষে আজ সোমবার তাঁকে আদালতে হাজির করে রাজধানীর পল্টন থানার পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদার হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের রিমান্ডের আবেদন জানান ডিবির ইন্সপেক্টর দেওয়ান উজ্জ্বল হোসেন।
অন্যদিকে ফখরুলের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।
বার্তা সংস্থা বাসস জানায়, শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
গত ৭ জানুয়ারি ফখরুলকে প্রেসক্লাব এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।