নানাবিধ কর্মসূচিতে খুলনায় বিশ্ব পরিবেশ দিবস
নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজ শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর শিববাড়ী মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, সহবিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যালিতে অংশ নেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ-সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের ১০০টির বেশি দেশে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শতকোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’।