‘ধন্যবাদ শেখ হাসিনা’

হযরত শাহজালাল বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। ছবি : ইয়াসিন কবির জয়, ফোকাস বাংলা
‘উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একটি ভালো সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।’
urgentPhoto
বাংলাদেশ সফরে আসার পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টুইটারে দেওয়া এক বার্তায় এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে দেওয়া আরেক টুইট বার্তায় মোদি বলেন, 'হ্যালো বাংলাদেশ। ভারতের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আমি এসেছি।’
সফর শুরুর আগে অন্য এক টুইটার বার্তায় মোদি বলেছিলেন, ‘বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছি। এই সফর আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বন্ধন শক্তিশালী করবে, দেশের মানুষ এবং এ অঞ্চল উপকৃত হবে।’