বরিশালে ৫০ মণ জাটকা জব্দ
বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাটসংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার ওই মাছগুলো জব্দ করা হয়।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার পাল জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কীর্তনখোলা নদী থেকে ৫০ মণ জাটকাবোঝাই দুটি ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে আটককৃত মাছ নগরীর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।