মানবপাচারে জড়িত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা
ওমরাহ পালনের নামে মানবপাচারের সঙ্গে যুক্ত এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গত কয়েক বছরে ওমরাহ পালন করতে গিয়ে ছয় থেকে সাত হাজার আর ফিরে আসেননি।
এ সময় ধর্মসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে। সৌদি কর্তৃপক্ষের কাছে গত ২৮ মে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কতজন আর কোন এজেন্সির মাধ্যমে তারা গিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, ‘প্রতিবছর পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ওমরাহ পালনে মক্কা যায়। কিন্তু এ বছর তা আর হচ্ছে না। এ জন্য আমরা ক্ষুব্ধ ও লজ্জিত। আমরা সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি শিগগিরই ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।’
এর আগে বাংলাদেশ থেকে ওমরাহ করতে গিয়ে ওমরাহ পালনকারীদের অনেকেই আর ফিরে না আসায় সৌদি সরকার গত দেড় মাস আগে ওমরাহ ভিসা বন্ধ করে দেয়।
এ সময় হজ ব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে সাংবাদিকরা মন্ত্রী ও সচিবের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যেই জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’