সাভারে যাত্রীবাহী বাসে আগুন

সাভারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে সেনানিবাসের ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গতরাতে সাভার থেকে নবীনগরগামী একটি যাত্রীবাহী বাস সেনানিবাসের বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আবদুর রউফ গেটের সামনে এলে যাত্রীবেশে থাকা কয়েকজন যুবক চালককে বাসটি থামাতে বলে। চালক বাসটি থামালে যাত্রীদের গাড়ি থেকে দ্রুত নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।