প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/19/photo-1487520806.jpg)
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মুন্না আহমেদ নান্নু নামের কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে উপজেলার দাসের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাইজগ্রাম এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৫টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুন্নাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এতে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী।
মুন্না সিলেটের বিয়ানীবাজার ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন, ফেসবুকে একটি ভুয়া আইডির মাধ্যমে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির একটি চক্রের সঙ্গে মুন্না জড়িত থাকার অভিযোগ রয়েছে। ফেসবুকের মাধ্যমে মান্নার সঙ্গে চক্রের সদস্য নাঈম রহমান ও আরিফুল ইসলামের পরিচয় হয়। তারাই মুন্নাকে প্রশ্নপত্র বিক্রি করে টাকা উপার্জনের লোভ দেখায়। একপর্যায়ে তাঁকে সেই গ্রুপের এডমিন করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, পরীক্ষার এক ঘণ্টা বা আধা ঘণ্টা আগে কিংবা আগের রাতে ওই বিষয়ের প্রশ্নপত্র টাকার বিনিময়ে গ্রুপের সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হতো। আর টাকা লেনদেন হতো বিকাশের মাধ্যমে। প্রতিটি প্রশ্নপত্রের জন্য এক হাজার থেকে দেড় হাজার টাকা লেনদেন হতো।
মুন্না সেই টাকার অর্ধেক পেত। প্রশ্ন হাতে পেয়েও অনেকেই টাকা বিকাশে পাঠায়নি। হাতে লিখা বা ছাপা উভয় আকারেই প্রশ্ন থাকতো বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) খন্দকার আশফাকুর রহমান, গোয়েন্দা (ডিবি) পুলিশের বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।