নলছিটিতে উপজেলা চেয়ারম্যানের গাড়িতে আগুন

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়ি। গতকাল সোমবার গভীর রাতে উপজেলা পরিষদের গ্যারেজে থাকা গাড়িটিতে আগুন দেওয়া হয়। ছবি : কে এম সবুজ
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, চেয়ারম্যান ইউনুস লস্করের ব্যবহৃত সরকারি পাজেরো জিপগাড়িটি উপজেলা পরিষদের গ্যারেজে রাখা ছিল। আগুন ধরানোর খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে পুড়ে যায় গাড়িটির সামনের দুটি চাকা। এ ছাড়া আগুনে গাড়ির ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
চেয়ারম্যান মো. ইউনুস লস্কর দাবি করেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা তাঁর গাড়িতে আগুন দিয়েছে।