নারায়ণগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বাবার নাম নাজিম উদ্দিন।
গতকাল সোমবার রাতে আনোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রাখে দুর্বৃত্তরা। এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের বাড়ি তাড়াইল এলাকায়। তাঁকে হত্যা করা হয় কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় নিয়ে।
আনোয়ার হোসেন ছিলেন রূপগঞ্জ নবাব আসকার জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী। তাঁর পরিবার আওয়ামী লীলের রাজনীতির সমর্থক। তবে নিহত আনোয়ারের সাথে রাজনৈতিক কোনো বিরোধ ছিল না বলে পরিবারের দাবি। এলাকাবাসী জানায়, মাটি কাটা নিয়ে এলাকার প্রতিপক্ষের সাথে তাঁর বিরোধ ছিল। এরই জের ধরে এই ঘটনা হতে পারে। এ হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।