মেঘনায় ট্রলারডুবিতে নিহত ৬, নিখোঁজ ২০

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত চার শিশু ও দুই নারীর লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২০ জন। আজ বৃহস্পতিবার মনপুরার কলাতলী চর থেকে উপজেলার রামনেওয়াজের দিকে যাওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। পুলিশ ও স্থানীয় জেলেরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
urgentPhoto
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার জানান, শিশু ও বৃদ্ধসহ ২৫ জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে চার শিশু ও দুই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে মনপুরার কলাতলী চর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাটের দিকে আসছিল। এ সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধারকাজ শুরু করেন। প্রচণ্ড ঝড় থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানান ওসি।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।