গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। ওই রাজনৈতিক জোটের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গ্যাসের এ দাম বাড়ার ফলে মানুষের জীবনে সংকট বাড়বে।
গ্যাসের দাম দুই দফায় বাড়ানো হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার বিকেলে কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এরই প্রতিবাদে বিবৃতি দিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, ‘সবগুলো গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় আছে, এমন একটা পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির এই ঘোষণা জনগণের স্বার্থের সঙ্গে চরম বেইমানি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে সংকট বৃদ্ধি পাবে। পরিবহন, কৃষি উৎপাদন ও শিল্প-উৎপাদন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের জীবনে এমনিতেই নাভিশ্বাস দশা, লাগাতার মূল্যবৃদ্ধি কম আয়ের মানুষকে দুর্দশাগ্রস্ত করবে।’
বিবৃতিতে নেতারা আরো বলেন, বাংলাদেশের জনগণ এই মূল্যবৃদ্ধি মেনে নেবে না। গণতান্ত্রিক বাম মোর্চা অপরাপর গণতান্ত্রিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে মূল্যবৃদ্ধির এই চক্রান্ত প্রতিহত করবে। গণতান্ত্রিক বাম মোর্চা অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মসূচিও ঘোষণা করবে।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জোটের পক্ষে বিবৃতি দিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী) অন্যতম কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা হামিদুল হক।