‘২৮ ফেব্রুয়ারির হরতালে মানুষ সাড়া দেবে না’
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডাকা ২৮ ফেব্রুয়ারির হরতালে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। দেশের মানুষের স্বার্থেই গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
সিপিবি ও বাসদের হরতালে বিএনপির সমর্থন দেওয়ার পর আওয়ামী লীগের মন্তব্য জানতে চাইলে এনটিভি অনলাইনকে আবদুর রাজ্জাক এ কথা বলেন।
আবদুর রাজ্জাক বলেন, ‘বিগত দিনেও এই খাতে ভর্তুকি দিয়েছে সরকার। এখন অবশ্য তা থেকে উন্নতি হয়েছে। তবে গ্যাসের দাম বাড়িয়ে এই অর্থ শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি খাতে ব্যয় করে মানুষের জীবন মান উন্নয়ন করা হবে। সরকারের নানাবিধ বিষয়ে ভাবতে হয়। বিশেষ করে যে কাজটি করলে দেশের বেশির ভাত মানুষের জন্য মঙ্গল হয়, সেটা করতে হয়। এ জন্য এক খাতে ব্যয় বেশি হবে, অন্য খাতে সুবিধা হবে। তাই যারা হরতাল ডেকেছে, তাদের প্রতি অনুরোধ তারা যেন সার্বিক বিষয় বিবেচনা করে হরতাল কর্মসূচি বাতিল করে। কারণ, এসব হরতালে মানুষের ক্ষতি হয়। চলাচলের পথ বিঘ্ন হয়।’
গ্যাসের দামের পক্ষে যুক্তি দিয়ে আওয়ামী লীগের নেতা আরো বলেন, ‘এটা দেশের স্বার্থে করা হয়েছে। এটা তো সত্য যে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে। একটা বিশেষ শ্রেণির জীবন মান উন্নত হয়েছে। পিছিয়ে পড়া মানুষগুলোও তো আমাদের দেশেরই মানুষ। তাদের নিয়ে আমাদের ভাবতে হবে না? সরকার সে মানবিক কাজটিই করছে। আওয়ামী লীগ মনে করে এই হরতাল অবিবেচিত সিদ্ধান্ত।’
হরতালের ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ২৮ ফেব্রুয়ারি দিনটি খুবই বেদনার। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী মিছিলে ট্রাক উঠিয়ে দুজন ছাত্রকে হত্যা করে করে তৎকালীন সরকার। এই দিনে হরতাল মানে সেই আবেগকে ভিন্নভাবে প্রবাহিত করা। আমি বলব এই দিনে হরতাল করা মানে সেদিনের শহীদদের প্রতি অশ্রদ্ধা করা। যদিও এই ইস্যুতে হরতাল অনিবার্য নয়।