শেষ না হতেই হরতাল বাড়ল আরো ৪৮ ঘণ্টা

দেশব্যাপী চলমান ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ।
নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দলীয় জোটের দাবী মেনে না নেওয়ায় হরতাল বাড়ানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে অভিযোগ করা হয়, সরকার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এমন কোনো অপকর্ম নেই যা করছে না।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমদ বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
চলমান অবরোধের মধ্যেই এর আগে ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয় রোববার সকাল ৬টায়। বুধবার সকাল ৬টায় তা শেষ হওয়ার কথা ছিল।